• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

শুরু হচ্ছে আঞ্চলিক আর্ট ও চলচ্চিত্র উৎসব ‘রিইনকার্নেট-৩’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ০১:২৭ পিএম
শুরু হচ্ছে আঞ্চলিক আর্ট ও চলচ্চিত্র উৎসব ‘রিইনকার্নেট-৩’

পর্দা উঠছে আঞ্চলিক আর্ট ও চলচ্চিত্র উৎসব ‘রিইনকার্নেট-৩’-এর। বুধবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে তিন দিনব্যাপী এ উৎসব শুরু হবে।

উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা নাসিরুদ্দীন ইউসুফ, পুলিশের অতিরিক্ত আইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম।

বাংলাদেশ অবস্থিত আমেরিকান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেব,  ইউএনএইডস বাংলাদেশের পরিচালক ডা. সায়মা খানও এ উৎসবে উপস্থিত থাকবেন।

এবারের উৎসবে দক্ষিণ-এশীয় অঞ্চলের ৬টি দেশের ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠী নিয়ে নির্মিত ২৫টি চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শন হবে। পাশাপাশি ২৫টি শিল্পকর্মের একটি প্রদর্শনী মিলনায়তনের গ্যালারিতে তিন দিনব্যাপী চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্যনাট্য পরিবেশন করবেন ট্রাসজেন্ডার ও হিজড়া নৃত্যশিল্পীদের নিয়ে গঠিত বন্ধু’র সাংস্কৃতিক দল ‘সত্তা’। নৃত্যনাট্যটি কোরিওগ্রাফি করেছেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নিপা।

বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটি (বন্ধু) আয়োজিত তিন দিনব্যাপী আঞ্চলিক আর্ট ও চলচ্চিত্র উৎসব রিইনকারনেট-৩-এর পর্দা নামবে আগামী ২০ জানুয়ারি।

 

Link copied!