• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ভেঙে যাচ্ছে পপ সম্রাজ্ঞী ব্রিটনির তৃতীয় সংসার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩, ০১:১৯ পিএম
ভেঙে যাচ্ছে পপ সম্রাজ্ঞী ব্রিটনির তৃতীয় সংসার
পপ সম্রাজ্ঞী ব্রিটনি ও তার স্বামী স্যাম, ছবি: সংগৃহীত

প্রথম দুই সংসার ভাঙনের পর তৃতীয় সংসারও ভেঙে যাচ্ছে পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্সের। স্বামী স্যাম আজগারির সঙ্গে খুব শীঘ্রই ডিভোর্স হতে চলেছে তার।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিবাহবিচ্ছেদের প্রস্তুতির জন্য হলিউডের একটি আইনজীবী টিম নিয়োগ করেছেন ব্রিটনি। ইতোমধ্যেই নিজের বাগদানের আংটিও খুলে ফেলেছেন এই পপ সম্রাজ্ঞী।

সংবাদমাধ্যমটি আরও জানায়, ব্রিটনির উপরে প্রতারণার অভিযোগ তুলেছেন তার স্বামী স্যাম। স্ত্রীর অনৈতিক সম্পর্ক হাতেনাতে ধরে ফেলেছে তিনি। তারপরই স্যাম ঠিক করেন, সে ডিভোর্সে পথে হাঁটবে।

এর আগে দুইবার বিয়ে করেছেন ব্রিটনি। ২০০৪ সালে তার শৈশবের বন্ধু জ‌্যাসন আলেকজান্ডারকে বিয়ে করেন এই গায়িকা। কিন্তু বেশি দিন টেকেনি এ বিয়ে। একই বছর নৃত‌্যশিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন ব্রিটনি। এ সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। ২০০৭ সালে এ সংসারের ইতি টানেন এই গায়িকা।

২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে স‌্যাম আজগারির সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। স‌্যাম একজন অভিনেতা। তার জন্ম ইরানে হলেও ১২ বছর বয়েসে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ২০২২ সালের জুন মাসে বিয়ে করেন তারা। 

Link copied!