সম্প্রতি বলিউড ও দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া আলোচনায় রয়েছেন তার নতুন লুক ও শারীরিক পরিবর্তন নিয়ে। কেউ তার ফিটনেস ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন, আবার অনেকে অভিযোগ তুলেছেন— নাকি তিনি ওজন কমাতে ব্যবহার করেছেন ডায়াবেটিসের ওষুধ ‘ওজেম্পিক’
ওজেম্পিক মূলত টাইপ–২ ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এটি দ্রুত ওজন কমানোর উপায় হিসেবে বহু মানুষ ব্যবহার করছেন— যা প্রায়ই চিকিৎসকের পরামর্শ ছাড়া হয়ে থাকে।
তবে এবার তামান্না নিজেই মুখ খুলেছেন এই গুঞ্জনের বিষয়ে। হার্পারস বাজার ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেছেন, তার পরিবর্তন সম্পূর্ণ স্বাভাবিক ও জীবনের অংশ, কোনো কৃত্রিম প্রক্রিয়ার ফল নয়।
তামান্না বলেন, “আমি ১৫ বছর বয়স থেকে ক্যামেরার সামনে কাজ করছি। মানুষ আমাকে পর্দায় বেড়ে উঠতে দেখেছে। বিশের দশকের শেষ পর্যন্ত আমি স্বাভাবিকভাবেই পাতলা গড়নের ছিলাম, সেটিই আমার প্রকৃত শরীর। এখন যে অবস্থায় আছি, সেটিও আমার জন্য নতুন কিছু নয়।”
তিনি স্বীকার করেন, কোভিডের সময় ওজন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছিল, তখন শরীরে কিছু পরিবর্তন আসে। “মহামারির সময় শরীর ঠিক রাখা ছিল সবচেয়ে কঠিন বিষয়। আমি খেতে ভালোবাসি— ভাত, রুটি, ডাল ছাড়া আমার চলে না,” বলেন তামান্না।
শরীরের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, “নারীর শরীর বদলায়— প্রতি পাঁচ বছরে আমরা নিজেদের নতুন সংস্করণ দেখি। আমার ক্ষেত্রেও তাই হয়েছে।”
তামান্না জানান, “ইনফ্লামেশন বাস্তব বিষয়। ত্রিশে পা দেওয়ার পর আমার শরীরেও তা ঘটেছে। কিন্তু আমার কার্ভ কোথাও যাচ্ছে না, কারণ আমি সিন্ধি মেয়ে। হিপ ও কোমরের গঠন মুছে ফেলার কিছু নয়। আমি কখনও বৈশ্বিক সৌন্দর্যের মানদণ্ডে নিজেকে মানিয়ে নেব না।”
তার মতে, ভারতীয় নারীর গড়ন এখন বিশ্বে নতুন সৌন্দর্যের প্রতীক। “মানুষ এখন আমাদের কার্ভ ভালোবাসে। সময় এসেছে আমরাও সেটিকে গর্বের সঙ্গে গ্রহণ করার,” যোগ করেন তিনি।
দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা তামান্না ‘বাহুবলি: দ্য বিগিনিং’ (২০১৫)-এর পর সারাদেশে পরিচিত মুখ হয়ে ওঠেন। এখন পর্যন্ত প্রায় ১০০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন তিনি। তার মতে, “হিন্দি দর্শকরা হয়তো আমার বর্তমান শরীরকে নতুন মনে করছে, কিন্তু দক্ষিণে আমাকে বহু রূপে ও বিভিন্ন চরিত্রে দেখেছেন। একজন নারী হিসেবে আমি কেবল বেড়ে উঠেছি, পরিবর্তিত হইনি।”
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস / হার্পারস বাজার ইন্ডিয়া

































