• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘গোবিন্দ নিজের স্ত্রীর চেয়ে নায়িকাদের সঙ্গে বেশি সময় কাটিয়েছেন’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ১২:১৬ পিএম
‘গোবিন্দ নিজের স্ত্রীর চেয়ে নায়িকাদের সঙ্গে বেশি সময় কাটিয়েছেন’

বলিউড অভিনেতা গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্বামীর সম্বন্ধে সরাসরি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “গোবিন্দ ভালো ছেলে, ভালো ভাই, কিন্তু ভালো স্বামী নন। তাই পরের জন্মে আমি তাকে স্বামী হিসেবে চাই না।”

সুনীতা বলেন, একজন তারকার স্ত্রী হওয়া খুবই কঠিন। “গোবিন্দ একজন হিরো—তিনি নিজের স্ত্রীর চেয়ে নায়িকাদের সঙ্গে বেশি সময় কাটিয়েছেন। একজন তারকার স্ত্রীকে মানসিকভাবে অনেক শক্ত হতে হয়। এটা বুঝতে আমার ৩৮ বছর লেগেছে,” তিনি জানান।

তিনি আরও বলেন, “মানুষ তরুণ বয়সে ভুল করে, আমি করেছি, গোবিন্দও করেছে। কিন্তু বয়স বাড়লে সেই একই ভুলগুলো ভালো লাগে না। একটা সুন্দর পরিবার, ভালো স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও কেন সেই ভুলগুলো বারবার করতে হবে?”

গোবিন্দর কথিত পরকীয়ার গুঞ্জন প্রসঙ্গে সুনীতা বলেন, “আমি শুনেছি, কিন্তু নিজের চোখে না দেখা পর্যন্ত কাউকে দোষারোপ করব না। শুনেছি, একজন মারাঠি অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে।”

তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ছড়িয়ে পড়লেও গণেশ চতুর্থীতে তারা একসাথে সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে বিষয়টি অস্বীকার করেন।

গোবিন্দ ও সুনীতা ১৯৮৭ সালের মার্চে বিবাহিত হন। তাদের দুই সন্তান—টিনা ও যশবর্তন—রয়েছেন। দাম্পত্য জীবনের নানা টানাপোড়েনের পরও গোবিন্দ ও সুনীতা এখনও বলিউডের অন্যতম পরিচিত দম্পতি হিসেবে পরিচিত।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!