• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

অবৈধ বাংলাদেশিদের যে বার্তা দিলেন ইতালির রাষ্ট্রদূত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৬:৪৬ পিএম
অবৈধ বাংলাদেশিদের যে বার্তা দিলেন ইতালির রাষ্ট্রদূত

চলতি বছর লিবিয়া হয়ে অবৈধ পথে ১৮ হাজার বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

একই সময়ে ৯ হাজার বাংলাদেশিকে বৈধভাবে ভিসা প্রদান করেছে ইতালি, জানিয়েছেন তিনি।

সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘সম্পর্ক জোরদার: বাংলাদেশ–ইতালির ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক অনুষ্ঠানে এ তথ্য দেন রাষ্ট্রদূত।

তিনি বলেন, “অনেক বাংলাদেশি বৈধ পথে অভিবাসন করছেন না—যা আমাদের দুই দেশের জন্যই ভালো নয়। আমরা স্বল্পসংখ্যক অবৈধ অভিবাসীকে ফিরিয়ে দিচ্ছি, তবে এখন সেই সংখ্যা আরও বাড়ানো হবে।”

রাষ্ট্রদূত আরও বলেন, “বাংলাদেশ-ইতালির সম্পর্কের মূল জায়গা অভিবাসন। তবে অভিবাসন হতে হবে বৈধ পথে। অবৈধভাবে ইতালিতে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে বাংলাদেশের পাসপোর্টের বিশ্বাসযোগ্যতায় প্রভাব পড়ে।”

আন্তোনিও আলেসান্দ্রো জানান, অনেক বাংলাদেশি যথাযথ কারণ ছাড়াই রাজনৈতিক আশ্রয়ের আবেদন করছেন। “অনেকে বাংলাদেশে কোনো নিপীড়নের শিকার না হয়েও আশ্রয়ের জন্য আবেদন করেন,” বলেন তিনি।

রাষ্ট্রদূত বাংলাদেশের সরকারি নথির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষায়, “আমাদের কাছে এমন নথিও আসে যা সরকারি অফিস থেকে ইস্যু করা মনে হয়, কিন্তু বাস্তবে সেগুলো ভুয়া। এতে কনস্যুলার সেবায় নানা প্রতিবন্ধকতা তৈরি হয়।”

তিনি আরও উল্লেখ করেন, “যারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দালালকে ৫০ হাজার ইউরো দিয়ে ইতালি যাচ্ছেন, তারা ভুক্তভোগী নন; বরং নিজেরা জেনেশুনে যাচ্ছেন।”

ইতালির রাষ্ট্রদূত জানান, এ বছর ইতালি থেকে ৫৩০ জন বাংলাদেশি শিক্ষার্থী ভিসা পেয়েছেন, যা আগের বছরের তুলনায় বহুগুণ বেশি।

Link copied!