• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

চার বছরের দাম্পত্যে ইতি টানলেন জনপ্রিয় তারকা জুটি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ১০:৪৯ এএম
চার বছরের দাম্পত্যে ইতি টানলেন জনপ্রিয় তারকা জুটি

ভারতের ছোটপর্দার জনপ্রিয় দম্পতি ঐশ্বরিয়া শর্মা ও নীল ভাটের সংসার ভাঙনের গুঞ্জন অবশেষে সত্যে পরিণত হলো। চার বছর একসঙ্গে থাকার পর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা জুটি।

২০২১ সালে জমকালো আয়োজনে সাতপাকে বাঁধা পড়েছিলেন ঐশ্বরিয়া ও নীল। তবে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই আলাদা বসবাস করছিলেন তারা। সেই সময় থেকেই তাদের সম্পর্ক ভাঙনের খবর চাউর হয়। অবশেষে দুজনেই আদালতে ডিভোর্সের আবেদন করেছেন, খুব শিগগিরই সম্পন্ন হবে আনুষ্ঠানিক প্রক্রিয়া।

বিচ্ছেদ নিয়ে নানান গুজব ছড়িয়ে পড়লেও এর আগে সেই বিষয়টিকে একেবারেই অস্বীকার করেছিলেন ঐশ্বরিয়া শর্মা। গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “অনেক দিন চুপ আছি শান্তির জন্য, দুর্বলতার কারণে নয়। কিন্তু মানুষ এমন সব কথা লিখছে যা আমি কখনো বলিনি। নিজেরা গল্প বানিয়ে প্রচার চালানো সত্যিই হতাশাজনক।”

ঐশ্বরিয়া শর্মা স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল ‘গুম হ্যায় কিসিকে প্যায়ার মে’-এ ‘পত্রলেখা (পাখি) মোহিতে পাতিল’-এর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর তিনি অংশ নেন রিয়েলিটি শো ‘ফিয়ার ফ্যাক্টর: খাতরোঁ কে খিলাড়ি ১৩’ এবং ‘বিগ বস ১৭’-এ।

অন্যদিকে নীল ভাটও ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ। দুই তারকার ক্যারিয়ার এগোলেও তাদের ব্যক্তিগত জীবনে তৈরি হওয়া দূরত্ব শেষ পর্যন্ত বিচ্ছেদেই গড়াল।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!