বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক ইউটিউব সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেন, জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌনভাবে হয়রানি করেছিলেন।
এছাড়া, তার ক্রিকেট ক্যারিয়ার ‘ধ্বংস করার ষড়যন্ত্রে’ জাতীয় দলের কয়েকজন কোচিং স্টাফ ও খেলোয়াড়ও যুক্ত ছিলেন বলে দাবি করেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
অভিযোগ প্রকাশের পরপরই বৃহস্পতিবার রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তি দেয় বিসিবি। সেখানে জানানো হয়, “জাতীয় নারী ক্রিকেট দলের এক সাবেক সদস্য দলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলেছেন। বিষয়টির গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনা করে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বোর্ড জানিয়েছে, কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।
বিসিবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “সব খেলোয়াড় ও কর্মকর্তার জন্য নিরাপদ, সম্মানজনক ও পেশাদার কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। অভিযোগগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, এবং তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জাহানারার প্রতি সমর্থন জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, “এই অভিযোগের বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের প্রয়োজন। কোনো ধরনের দীর্ঘসূত্রতা বা আপস নয়—দোষী প্রমাণিত হলে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।”







































