• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাফসান–সুনেহরা: বন্ধুত্ব নাকি প্রেম?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ১২:২৭ পিএম
রাফসান–সুনেহরা: বন্ধুত্ব নাকি প্রেম?

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাই (ইফতেখার রাফসান) ও সুনেহরা তাসনিমের সম্পর্ক নিয়ে গুঞ্জন দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। ফুড ভ্লগার রাফসান এবং লাইফস্টাইল কনটেন্ট ক্রিয়েটর সুনেহরা একক কনটেন্ট নির্মাণের পাশাপাশি বিভিন্ন ভিডিওতে জুটি বেঁধে কাজ করছেন।

৬ নভেম্বর মুক্তিপ্রাপ্ত আলোচিত কনটেন্ট ‘দিস চেঞ্জড আ গার্লস লাইফ’-এও দেখা গেছে তাদেরকে একসঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের ছবি পোস্টে অনুরাগীরা প্রায়ই মন্তব্য করেন, “তোমাদের দুজনকে একসঙ্গে দারুণ লাগে” বা “ওরা হয়তো প্রেম করছে।” তবে রাফসান ও সুনেহরা সম্পর্ক খোলাসা করেননি।

২০২৩ সালের মার্চে দেওয়া সাক্ষাৎকারে সুনেহরা বলেন, “ইফতেখারের সঙ্গে পরিচয় হয় ফুডপ্যান্ডার শুটে। সে একজন আন্তরিক ও সহায়ক বন্ধু। আমাদের বন্ধুত্ব খুবই মূল্যবান। তিনি আমার প্রিয় বন্ধু। অবশ্যই, এর বাইরে কিছু নয়।”

তিনি আরও জানান, মানুষ চাইছে যে এই জুটি একসাথে হোক, কিন্তু তা বাস্তবে কি হবে, কেউ বলতে পারে না। রাফসানও জানিয়েছিলেন, তাদের প্রথম পরিচয় শুরুর সময় ভেবেছিলেন সুনেহরা ‘অনেক ভাব নেবে’, কিন্তু তিনি খুবই ফ্রেন্ডলি ছিলেন।

রাফসান ২০১৭ সাল থেকে কনটেন্ট তৈরি শুরু করেন, ফেসবুকে ৪৬ লাখ এবং ইনস্টাগ্রামে ১২ লাখ ফলোয়ার রয়েছেন। সুনেহরার ইনস্টাগ্রামে ১৫ লাখ ও ফেসবুকে ১৬ লাখ ফলোয়ার রয়েছে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!