• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

আরশের সঙ্গে নাটক না করার কারণ জানালেন তাসনুভা তিশা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৫:৩১ পিএম
আরশের সঙ্গে নাটক না করার কারণ জানালেন তাসনুভা তিশা 

ছোটপর্দায় লম্বা সময় ধরে আছেন তাসনুভা তিশা। তার নাটকগুলো পায় দর্শকপ্রিয়তা। কখনও একা কখনও জুটি বেঁধে টেনে নেন পুরো নাটক। নিকট অতীতে আরশ খানের সঙ্গে জুটি বেঁধে প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি নতুন এক নাটকে আরশ-তিশা এক হলেও মাঝে ক্যামেরায় দেখা যায়নি তাদের। তিশা জানালেন আরশের সঙ্গে জুটি ভাঙার কারণ। 

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিশা বলেন, আরশ খানের সঙ্গে একাধিক নাটকে কাজ করেছি, দর্শকও আমাদের জুটি বেশ পছন্দ করেছেন। গত বছর অল্প সময়ের মধ্যেই তার সঙ্গে সবচেয়ে বেশি কাজ করেছি। তবে একসঙ্গে ধারাবাহিকভাবে কাজ করতে গেলে কখনও কখনও বোঝাপড়ার ঘাটতি বা তালমিলের সমস্যা তৈরি হতে পারে। আমার মনে হয়েছিল, অতিরিক্ত একসঙ্গে কাজের কারণে এমন কিছু বিষয় ঘটছিল।

এরপর বলেন, কোনো জুটি যদি কোনো সমস্যার মধ্যে থাকে, তাহলে ভালো কাজ সম্ভব হয় না। সে কারণেই আমি নিজেই একটু বিরতি নিয়েছিলাম। মনে হয়েছিল, কিছুটা সময় নিয়ে আবার নতুন করে শুরু করাই ভালো। এখন মনে হচ্ছে, সময় নেওয়াটা ঠিক আছে—এবার হয়তো আবার একসঙ্গে কাজ করব।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!