তারকাজুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘরে এসেছে নতুন অতিথি। শুক্রবার এক পোস্ট দিয়ে পুত্রসন্তানের জন্মের খবর জানান তারা। এর সঙ্গে সঙ্গেই অভিনন্দনের ঢল নেমেছে বলিউডে। তবে এর পাশাপাশি আলোচনায় জড়িয়ে গেছেন অভিনেতা সালমান খান; যার সূত্রপাত তাকে ঘিরে ছড়িয়ে পড়া এক মন্তব্যের স্ক্রিনশট!
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই স্ক্রিনশটে দেখা যায়, ভিকি-ক্যাটরিনার পোস্টের নিচে সালমান নাকি মন্তব্য করেছেন, ‘এই সব ব্যক্তিগত বিষয় নেটমাধ্যমে দেওয়া বন্ধ করো।’ মুহূর্তেই শুরু হয় তুমুল বিতর্ক; প্রশ্ন ওঠে, সত্যিই কি সালমান এমন মন্তব্য করেছেন?
তবে পরে জানা যায়, ভাইরাল স্ক্রিনশটটি সম্পূর্ণ ভুয়া। সালমান খান, ক্যাটরিনার মা হওয়া নিয়ে কোনো মন্তব্যই করেননি। বলিউডের ঘনিষ্ঠ সূত্রও বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, ২০২৪ সাল থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছিল। দীর্ঘদিন তিনি লন্ডনে মায়ের সঙ্গে সময় কাটিয়েছেন এবং অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। চলতি বছরের সেপ্টেম্বরে দম্পতি জানান, তাদের জীবনে আসছে নতুন অতিথি। শুক্রবার ভিকি কৌশল জানান, তাদের ঘরে এসেছে পুত্রসন্তান।
বর্তমানে মা ও শিশু দুজনেই ভালো আছেন বলে জানিয়েছে পরিবার। যদিও ক্যাটরিনা কবে আবার বড় পর্দায় ফিরবেন, তা এখনো জানা যায়নি।

































