• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

‘মাইলস’-এর কেউই ভার্চুয়াল হিরো হতে চাই না: হামিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২, ০২:৫৮ পিএম
‘মাইলস’-এর কেউই ভার্চুয়াল হিরো হতে চাই না: হামিন

তারকা কণ্ঠশিল্পী ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের

সভাপতি হামিন আহমেদ। প্রতিবছর ব্যান্ড সংগীত দিবস পালনের পাশাপাশি উৎসব করার ঘোষণা দেয় বামবা। ইতোমধ্যে দেশজুড়ে সংগঠনটি নানা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশের বিখ্যাত ও জনপ্রিয় ব্যান্ডের একটি ‘মাইলস‌’। ১৯৭৯ সালে এর জন্ম। মাইলসের অন্যতম সদস্য হামিন আহমেদ। সম্প্রতি মাইলসের চার দশক পূর্তিতে দেশ-বিদেশে ধারাবাহিক কনসার্ট করেছেন ব্যান্ডটি। কিন্তু নতুন কোনো গান প্রকাশ হয়নি।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হামিন বলেন, “মাইলসের বেশ কিছু গান তৈরি করা আছে। কিন্তু কীভাবে কোন প্রক্রিয়ায় তা প্রকাশ করব, এটি নিয়ে ভাবতে হবে। নতুন কিছু করলে তা আন্তর্জাতিক লেভেল থেকেই প্রকাশ করতে চাই।”

নিজের একক গান নিয়ে গায়ক বলেন, “আপাতত একক গান নিয়ে ভাবছি না। এটা সত্যি যে এখন ভার্চুয়াল জগতে অনেকেই হিরো, যা ইচ্ছা করে যাচ্ছে। কিন্তু বাস্তব জগতে পা রাখলেই দেখা যাচ্ছে তারা কতটা মেধাশূন্য। আমি বা আমার ব্যান্ড মাইলসের কেউই এমন ভার্চুয়াল হিরো হতে চাই না। তাই যেকোনো সময় যেকোনো প্রক্রিয়ায় গান প্রকাশ করতে চাই না। শুরু থেকেই প্রতিটি কাজে মান ও মেধার ছাপ তুলে ধরার চেষ্টা করেছি।”

 

Link copied!