• ঢাকা
  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৭ রবিউস সানি ১৪৪৬

নায়িকার রহস্যময় মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১১:১৭ এএম
নায়িকার রহস্যময় মৃত্যু
সাদিকা রহমান মেঘলা

ঢাকাই শোবিজের নতুন মুখ সাদিকা রহমান মেঘলা আর নেই। ‘আরাবি রহমান’ নামে শিগগিরই রুপালি পর্দায় অভিষেক করার কথা ছিল তার। সম্প্রতি একটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়ে এমনটাই তিনি জানিয়েছিলেন। তবে সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে গ্রামের বাড়ি কিশোরগঞ্জে মারা গেছেন এই অভিনয়শিল্পী।

মৃত্যুর খবর নিশ্চিত করে মেঘলার ছোট বোন রুখসানা বলেন, “দুই দিন আগে ঢাকা থেকে আপু গ্রামের বাড়ি বেড়াতে এসেছিল। রাতে ঘুমানোর আগে বলতেছিল পায়ের মধ্যে কেমন যেন করছে। তখন পায়ে তেল মালিশ করে দিই। হঠাৎ রাতে ঘুম ভাঙলে ওর গায়ে হাত পড়তেই শরীর ঠান্ডা লাগে। তখন সবাইকে ডাকি। তারপর মৃত্যু হয়েছে নিশ্চিত হই। শুক্রবার বাদ জোহর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।”

মডেল মেঘলার রহস্যজনক মৃত্যু 

তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন ছিল মেঘলার। ২-৩টি সিনেমায় কাজের কথা চূড়ান্ত হয়েছিল। ঢাকায় ফিরেই প্রস্তুতি পর্ব শুরু করতেন মেঘলা। কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

Link copied!