• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

কানাডিয়ান র‌্যাপারের মৃত্যুর খবরটি ‘ভুয়া’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩, ০৭:১৩ পিএম
কানাডিয়ান র‌্যাপারের মৃত্যুর খবরটি ‘ভুয়া’
র‌্যাপার ক্লেয়ার হোপ, ছবি: সংগৃহীত

‘লিল টে’ নামে পরিচিত জনপ্রিয় কানাডিয়ান র‌্যাপার ক্লেয়ার হোপ মারা গেছেন বলে যে খবরটি প্রকাশিত হয়েছে তা ভুয়া। আসলে তিনি মারা যাননি। লিল টের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ভ্যারাইটি ডট কমের এক প্রতিবেদনে বলা হয়, লিল টে বেঁচে আছেন এবং নিরাপদ আছেন।

লিল টে জানান, তার সামাজিকমাধ্যম অ্যাকাউন্টটি হ্যাক করা হয় এবং সেখান থেকে তার এবং তার ভাইয়ের মৃত্যু সম্পর্কে ‘ভুল তথ্য’ ছড়িয়ে দেওয়া হয়।

বি.দ্র : সংবাদ প্রকাশে প্রকাশিত এই নিউজটিতে পূর্বে অসাবধানবসত তথ্যগত ভুল ছিল। যা পরবর্তীতে সংশোধন করা হয়েছে। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে আমরা এ বিষয়ে আরও সতর্ক থাকব।

Link copied!