১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে আয়োজিত নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল ঘিরে আনন্দমুখর পরিবেশ মুহূর্তেই শোকের আবহে ঢেকে যায়; যখন শোনা যায় স্কুবা ড্রাইভিংয়ে নেমে প্রাণ হারিয়েছেন ভারতের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ। বিদেশের মাটিতে আকস্মিক প্রয়াণে শুরু থেকেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছিলেন অনেকে।
মৃত্যুর কারণ উদ্ঘাটনে ভারতের আসাম সরকার বিশেষ তদন্ত দল (সিট) গঠন করে। বুধবার গায়কের শেষকৃত্য শেষে, মাত্র এক দিনের মধ্যেই নেমে আসে নাটকীয় মোড়, গ্রেপ্তার করা হয় জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে। অভিযোগ, তার আমন্ত্রণেই জুবিন পানিতে নেমেছিলেন, কিন্তু আর ফেরা হয়নি। বৃহস্পতিবার গরিগাঁওয়ে তার বাড়ি থেকে হাতকড়া পরায় সিট।
তদন্ত এখানেই থেমে নেই। নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মোহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়িতেও তল্লাশি চালিয়েছে সিট। সূত্র বলছে, খুব শিগগির তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। পাশাপাশি সিঙ্গাপুর-আসাম অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্যকেও সিআইডি হেফাজতে নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, ২০ ও ২১ সেপ্টেম্বর ফেস্টিভ্যালে মঞ্চ কাঁপানোর কথা ছিল জুবিনের। কিন্তু তার আগেই ১৯ তারিখ তিনি চলে গেলেন চিরতরে। যদিও শোনা যাচ্ছে, গায়কের দীর্ঘদিনের মৃগী রোগই মৃত্যুর পেছনে ভূমিকা রাখতে পারে। স্কুবা ডাইভিংয়ের সময় রোগের প্রকোপ বেড়ে যায় বলেও ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ জানতেই এখন চলছে সিট-এর তদন্ত।