• ঢাকা
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

ইধিকা পালকে সঙ্গে নিয়ে মন্দিরে দেব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৬:৫৭ পিএম
ইধিকা পালকে সঙ্গে নিয়ে মন্দিরে দেব

টালিউডের সুপারস্টার দেব তার নতুন সিনেমা ‘রঘু ডাকাত’-এর মুক্তি উপলক্ষে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নৈহাটি কালিমন্দিরে বিশেষ পূজা দিলেন। তার সঙ্গে ছিলেন ছবির নায়িকা ইধিকা পাল। উল্লেখযোগ্যভাবে, এর আগে ‘ধূমকেতু’ সিনেমার সময় শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে এখানেই পূজা দিতে এসেছিলেন দেব।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে দেব মন্দির প্রাঙ্গণে পৌঁছাতেই ভক্তদের ভিড়ে উপচে পড়ে নৈহাটি কালীবাড়ি। পূজা শেষে তিনি ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

পূজার পর আবেগঘন কণ্ঠে দেব বলেন— “আমি ‘রঘু ডাকাত’ নিয়ে ভীষণ আশাবাদী। এর আগেও বড়মার আশীর্বাদ নিতে এসেছিলাম। বাংলার ছবিকে ভারতের নানা প্রান্তে পৌঁছে দিতে চাই। সেই সাফল্যের কামনাতেই বারবার এখানে আসি।”

তিনি আরও জানান, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ পরিস্থিতি ও কলকাতার বন্যা সমস্যা দ্রুত সমাধান হোক, এই প্রার্থনাই করেছেন মায়ের কাছে। পাশাপাশি দর্শক যাতে হলে গিয়ে সিনেমা উপভোগ করতে পারেন, সেটাকেই নিজের সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করেন তিনি।

বাংলা চলচ্চিত্র নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানান দেব— “আগামী দিনে আরও বেশি বাংলা সিনেমা তৈরি হোক। আমি চাই মানুষ যেন সিনেমা দেখে আনন্দ পান, আর সেই আনন্দ পৌঁছে দেওয়াই আমার কাজ।”

রাজনৈতিক প্রশ্নে দেবকে কুনাল ঘোষের সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি হেসে বলেন— “তিনি আমার কাছের মানুষ ও গুরুজন। তিনি কী বলেছেন তা নিয়ে মাথা ঘামাই না। বন্ধুত্বের জন্য যেমন যোগ্যতা লাগে, শত্রু হবার জন্যও সমান যোগ্যতা দরকার। তাই এসব নিয়ে ভাবি না, নিজের কাজটাই করি।”

আগামীতে দেবকে দেখা যাবে ‘রক্তবীজ-২’ এবং ‘দেবী চৌধুরানী’ ছবিতে। অন্যদিকে ‘রঘু ডাকাত’-এ তার সঙ্গে আছেন অনির্বাণ ভট্টাচার্য ও ইধিকা পাল। ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় এবং প্রযোজনা করেছেন শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি ও দেব অধিকারী।

Link copied!