• ঢাকা
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

ঝড় তুললো মারজুক রাসেলের কবিতা ‘বৃষ্টি, তোমার গুষ্টি...’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৫:২৭ পিএম
ঝড় তুললো মারজুক রাসেলের কবিতা ‘বৃষ্টি, তোমার গুষ্টি...’

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজনের শুটিং চলছে কক্সবাজারে। সেখানে অংশ নিচ্ছেন পাশা ভাই চরিত্রের জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল। তবে শুটিংয়ের মাঝেই টানা বৃষ্টিতে তৈরি হয়েছে নানা বিড়ম্বনা। সেই ক্ষোভ মজার ছলে কবিতার মাধ্যমেই প্রকাশ করেছেন তিনি।

নাটকের পরিচালক কাজল আরেফিন অমি তার ফেসবুক পেজে মারজুক রাসেলের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে রাসেলকে বলতে শোনা যায়—
“বৃষ্টি তোমার গুষ্টি... অন্য কোথায় পড়ো,
আমাদের দুপুরটাকে কেন নষ্ট করো!”

এই কৌতুকমাখা কবিতা মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনলাইনে। ভিডিওটিতে ইতোমধ্যেই পড়েছে প্রায় ২৫ হাজারের বেশি রিয়েক্ট, দেখেছেন কয়েক লাখ দর্শক।

যদিও শুটিং ইউনিটের সবাই বৃষ্টিতে নাজেহাল, তবুও রাসেলের রসিকতা পুরো টিমে এনে দিয়েছে হাসির আমেজ।

‘ব্যাচেলর পয়েন্ট’ মূলত তরুণদের জীবনযাত্রা, বন্ধুত্ব, প্রেম, খুনসুটি আর নানা টানাপোড়েনের গল্পকে ঘিরে। ২০১৮ সালে প্রথম সিজন প্রচারের পর থেকেই নাটকটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক মাধ্যমে ট্রেন্ড হয়ে ওঠে। সমালোচনা থাকলেও নাটকটির জনপ্রিয়তা ভীষণ বেশি।

বর্তমানে সম্প্রচারিত হচ্ছে পঞ্চম সিজন। পরিচিত চরিত্রদের পাশাপাশি এবার যুক্ত হয়েছেন নতুন কিছু মুখও। এর মধ্যে ইশতিয়াক আহমেদ রোমেল অভিনীত নতুন চরিত্র ‘মতলব’ ইতোমধ্যেই দর্শকের নজর কেড়েছে।

Link copied!