• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

‘দরদ’ ও ‘খেলা হবে’ থেকে সরে গেলেন মিশা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩, ০৩:৪৯ পিএম
‘দরদ’ ও ‘খেলা হবে’ থেকে সরে গেলেন মিশা

সম্প্রতি ‘দরদ’ ও ‘খেলা হবে’ নামের দুইটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। কিন্তু কথা থাকলেও সিনেমা দুটিতে অভিনয় করা হচ্ছে না তার। ভিসা জটিলতার কারণে সিনেমাটি থেকে বাদ পড়েছেন এই অভিনেতা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ওঠে, মিশাসহ একাধিক জ্যেষ্ঠ অভিনেতা বাদ পড়েছেন ‘দরদ’ থেকে। যদিও বিষয়টি নিয়ে এর নির্মাতা অনন্য মামুনের দাবি ভিন্ন। তার মতে, “এটাকে বাদ নয়, বরং স্থলাভিষিক্ত বলাই যুক্তিসংগত। ভিসা জটিলতার কারণেই মূলত এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।”

এ বিষয়ে মিশা সওদাগর বলেন, “মামুনের ‘দরদ’ ও অংশুর ‘খেলা হবে’ এই দুই ছবিতেই আমার অভিনয়ের কথা ছিল। ভিসার জন্য প্রস্তুতি নেওয়াও শুরু হয়েছিল। কারণ, দুটি ছবিরই শুটিং হবে ভারতে। প্রথমে অংশুকে ভিসার জন্য কাগজপত্র দিয়েছিলাম। ‘দরদ’র জন্য সময় মতো আর ভিসা হয়ে ওঠেনি। এ কারণেই ছবিটি আর করা হচ্ছে না। অন্য কোনো কারণ নেই।”

মিশা সওদাগর জানান, এর মধ্যে তাকে যুক্তরাষ্ট্রেও যেতে হবে। দেশটির নাগরিক হওয়ায় প্রতি বছরই তাকে সেখানে যেতে হয়।

Link copied!