• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি থেকে আয় জনগণের মাঝে বিলিয়ে দেব : মাহি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩, ০২:৪০ পিএম
রাজনীতি থেকে আয় জনগণের মাঝে বিলিয়ে দেব : মাহি
নির্বাচনী প্রচারণায় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি ট্রাক প্রতীক পেয়েছেন। নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণায় নেমেছেন এই চিত্রনায়িকা। বিভিন্ন জায়গায় গিয়ে জনসাধারণের সঙ্গে নানা বিষয়ে কথা বলছেন এই নায়িকা। সেই সঙ্গে রাজনীতি থেকে আয় দিয়ে কী করবেন তাও জানিয়েছেন গণমাধ্যমকর্মীদের।

নিজের উপার্জন প্রসঙ্গে গণমাধ্যমে মাহি বলেন, “আমার আয় তো হবে অভিনয় থেকে। এজন্য আমাকে কাজ করতে হবে। আর রাজনীতি থেকে যে আয় হবে, সেসব আমি জনগণের মাঝে বিলিয়ে দেব। এজন্য আমার কাজটা (অভিনয়) কাজের জায়গায় থাকবে।”

ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা আরও বলেন, “অভিনয় হচ্ছে আমার পেশা। অভিনয়ের কারণেই আপনারা এখানে সাক্ষাৎকার নিচ্ছেন আমার। আর আজকের এই পরিচিতি আমাকে ইন্ডাস্ট্রি দিয়েছে। আমি বলব অভিনয় থাকবে অভিনয়ের জায়গায়। তবে আমি মানুষের সেবা করব। কেননা, রাজনীতির মূলনীতি হচ্ছে মানুষের সেবা করা। আমি সেটাই করব।”

এর আগে রাজশাহী-১ আসনের জন্য মাহিয়া মাহির মনোনয়ন বাতিল করা হলে আপিল করে মনোনয়ন ফিরে পান এই অভিনেত্রী। এই আসনে বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন।

Link copied!