• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী: ফেরদৌস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৪, ০৯:৪৭ পিএম
জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী: ফেরদৌস

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদ। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জনপ্রিয় এই নায়ক। 

ফেরদৌস ‘সংবাদ প্রকাশ’কে বলেন, সবাই দোয়া করবেন, আমি সকাল ৮টায় সিটি কলেজে ভোট দিব। তারপর অন্য কেন্দ্রগুলোতে যাব। ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে আমি  শতভাগ আশাবাদী ।’

ফেরদৌস ভোটারদের উদ্দেশে বলেন, ‘সকাল সকাল ভোট কেন্দ্রে চলে আসবেন। সুস্থ-সুন্দর পরিবেশে নৌকা মার্কায় ভোট দিন। কারণ নৌকার জয় মানে বঙ্গবন্ধুর জয়, স্বাধীনতার স্বপক্ষের জয়, আর নৌকার জয় মানেই আমার জয়।’

নিজের জয় নিয়ে আশা প্রকাশ করে ফেরদৌস বলেন, ‘মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, চেষ্টার ত্রুটি রাখিনি। আমি নিজে হয়ত সবার কাছে যেতে পারিনি, তবে আমার নেতা-কর্মীরা ছুটে গেছেন। আমি আশা করি ঢাকা-১০ আসনের মানুষ আমাকে বিজয়ী করবেন।  জয় নিয়ে আমি শতভাগ আশাবাদী।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। 

স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি দল। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন আর স্বতন্ত্র ৪৩৬ জন। মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। 
এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২।


 

Link copied!