• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

‘মেয়ে কবে কার সঙ্গে ডেটে যায়, সেটাও জানি’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৬, ২০২৪, ০৩:১৭ পিএম
‘মেয়ে কবে কার সঙ্গে ডেটে যায়, সেটাও জানি’
অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: ফেসবুক থেকে

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, তিনি বরাবরই ঠোঁট কাটা স্বভাবের। নিজের ব্যক্তিগত জীবনকে ছাপিয়ে এবার কন্যা অন্বেষাকে খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী। মা-মেয়ের সম্পর্ক কতটা বন্ধুত্বপূর্ণ হতে পারে, তা আগেও জানিয়েছিলেন স্বস্তিকা। এবার দ্বিধাদ্বন্দ্ব না রেখে বলে দিলেন মেয়ের ডেটের কথাও।

ভয় নয় বরং ছেলে-মেয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাটাকে বেশি নিরাপদ মনে করেন স্বস্তিকা। জানালেন, আমি ওকে বলি, আমাকে ভয় পাওয়ার কোনও কারণ নেই। মা কী ভাববে, তা ভেবে যেন কিছু লুকিয়ে না যায়। সমস্যা হলে দু’জনে মিলে তার সমাধান খোঁজার চেষ্টা করব। এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা খুবই ভাল। ও কবে কার সঙ্গে ডেটে গিয়েছে, সেটাও আমি জানি। সন্তানকে এই কমফোর্ট জোনটা মা-বাবাদেরই দিতে হবে।

অণ্বেষার পড়াশোনা সবে শেষ। মা হিসেবে তাকে নিয়ে চিন্তুাই করতে হয় না স্বস্তিকার। তার কথায়, মেয়ে এখন আপাতত এক বছর চাকরি করবে। তারপর পিএইচডির পড়াশোনা শুরু করবে। সৃষ্টিকর্তার আশীর্বাদে ওকে কখনও বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। কিন্তু আমি তো একজন মা। তাই সব সময় একটা চিন্তা লেগেই থাকে।

 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!