ভোলার চর সামাইয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ ইউনিয়ন আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (৮ জুলাই) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট হারুন অর রশিদ এ তথ্য জানান। এর আগে সোমবার (৭ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড জানিয়েছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও পুলিশ সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের বড় চর সামাইয়া ও চরকালি গ্রামে অভিযান চালানো হয়।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজ মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মো. নিজাম মুন্সি, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. উজ্জ্বল হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ৫টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট হারুন অর রশিদ জানান, আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।