• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

এবার টোকিওতে হ্যারি পটার থিম পার্ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ০২:২৩ পিএম
এবার টোকিওতে হ্যারি পটার থিম পার্ক

শিশুদের কাছে তুমুল প্রিয় এক চরিত্র হ্যারি পটার। বই, চলচ্চিত্রে হোক কিংবা থিম পার্ক—সবকিছুতেই শিশুরা হ্যারির পিছু নেয়। ১৯৯৭ সালে জে কে রাউলিংয়ের লেখা ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ বইটি প্রকাশিত হয়। সেই থেকে শুরু হ্যারি পটার-ঝড়ের। 

পরে ২০০১ সালের ১৪ নভেম্বর মুক্তি পায় ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ সিনেমা। এরপর থেকে দুই দশকের বেশি সময় ধরে হ্যারি পটারের জাদুতে মুগ্ধ দর্শক। বই থেকে ভীষণ জনপ্রিয় সিনেমা হচ্ছে। বাদ থাকছে না বিশেষ থিম পার্ক পর্যন্ত। সবশেষ খবর হচ্ছে, জাপানের রাজধানী টোকিও ১৬ জুন থেকে চালু হচ্ছে হ্যারি পটার থিম পার্ক।

এর আগে ২০১২ সালে লন্ডনে প্রথম হ্যারি পটার থিম পার্ক স্থাপন করে এ সিনেমার প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রোস। উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত প্রায় বিশ্বের ১ কোটি ৭০ লাখ হ্যারি পটার ভক্ত এতে প্রবেশ করেছেন। এবার জাপানের থিম পার্ক হওয়া এশিয়ার শিশুদের জন্য তা যোগ করবে নতুন এক রোমাঞ্চকর মাত্রা।

Link copied!