• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত আঁখি আলমগীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ১০:৩৬ এএম
জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত আঁখি আলমগীর
সংগীত শিল্পী আঁখি আলমগীর। ছবি: ফেসবুক থেকে

জনপ্রিয় সংগীত শিল্পী আঁখি আলমগীর-এর জন্মদিন আজ রোববার (৭ জানুয়ারি)। বিশেষ এই দিনে রাত ১২টার পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন শ্রোতাপ্রিয় এই কণ্ঠশিল্পী। তার ফেসবুকে বইছে শুভেচ্ছা আর শুভকামনার বন্যা।

আজ জন্মদিনে প্রিয় শিল্পীকে ‘সংবাদ প্রকাশ’ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। শুভ জন্মদিন।

দেশীয় সঙ্গীতের ‘সুরের রাজকুমারী’ খ্যাত জনপ্রিয় কণ্ঠতারকা আঁখি আলমগীর।  সারা বছরই দেশে বিদেশে সুর-সঙ্গীত নিয়ে ব্যস্ততায় কাটান। সুন্দরী-সুরেলা এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী ক্যারিয়ারের শুরু থেকেই বৈচিত্র্যময় গানে কণ্ঠ দিয়ে শ্রোতা-দর্শক ও ভক্তদের গানে মাতোয়ারা করে আসছেন।

আঁখির গাওয়া ফাস্ট বিটের কিছু গান ছাড়া যেমন বাংলাদেশের স্টেজ শো পরিপূর্ণ হয় না। তেমনি বিদেশের স্টেজ শোতেও তিনি এসব গানে অনবদ্য। এসব গানের পাশাপাশি তিনি গেয়েছেন অনেক সোলফুল মেলোডিয়াস গান।

অন্যদিকে, তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রাগনির্ভর সেমিক্ল্যাসিক্যাল ধাচের গান গেয়ে।

আঁখি আলমগীর শিশুশিল্পী হিসেবে ১৯৮৪ সালে ‘ভাত দে’ ছবিতে অভিনয় করেন। প্রথম ছবি দিয়েই তিনি জয় করে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর আর তাকে অভিনয়ে দেখা যায়নি।  

১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘প্রথম কলি’।

তিনি স্বনামখ্যাত অভিনেতা আলমগীর এবং গীতিকবি খোশনূরের কন্যা তিনি।
 

Link copied!