• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে সিনেমার গান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৩, ১২:০৮ পিএম
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে সিনেমার গান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি কোনো দিন ভুলবে না। অগ্নিঝরা এ ভাষণে একটি নিরস্ত্র জাতি সশস্ত্র হয়ে ওঠে। এরপর পাকিস্তানি জান্তার গণহত্যা পর্বের পাল্টা মোকাবিলায় জনযুদ্ধ শেষে জন্ম নেয় বাংলাদেশ।

এই ভাষণকে উপজীব্য করে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। এ ছবির জন্য তৈরি হয়েছে একটি গান। যার  নাম ‘একটা আঙুল’।

আশীষ ভট্টাচার্য ও এফ এম শাহীনের লেখা এ গানের কথাগুলো এমন ‘একটা আঙুল এঁকেছিল ভোরের আলো/ একটা আঙুল বলেছিল দেশের কথা/ একটা আঙুল দেখিয়েছিলো অনেক সাহস/ সেই সাহসেই আমরা পেলাম স্বাধীনতা।’

গানটি কণ্ঠে তুলেছেন যৌথভাবে লাবিক কামাল গৌরব, রিয়াজুল করিম লিমন, আশীষ ভট্টাচার্য, ফারশিদ আলম, মেহবুবা মিনহাজ ও তাসমীম আনছারী হৃদি।

এর সুর করেছেন আশীষ ভট্টাচার্য। সংগীতায়োজন করেন লাবিক কামাল গৌরব।

৮ মার্চ গানটি উন্মুক্ত হয় অন্তর্জালে। এফ এম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে ‘মাইক’ ছবিটি পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল।

‘মাইক’ চলচ্চিত্রটির পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন গণমাধ্যমকে জানান, আশা করি গানের মতো সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে।

Link copied!