বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তাদের বিয়ে নিয়ে দর্শক-ভক্তদের মনে বরাবরই বেশ কৌতহুল লক্ষ্য করা যায়। সম্প্রতি বিয়ের এক ভিডিও প্রকাশ করে সেই কৌতুহল আরও বাড়িয়ে দিয়েছেন এই জুটি।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাঁচ বছর আগে ইটালির লেক কোমোতে গিয়ে জমকালো অনুষ্ঠান করে বিয়ে করেছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সেই সময়ে কিছু স্থিরচিত্র প্রকাশ পেলেও বিয়ের ভিডিও প্রকাশ করা হয়নি। অবশেষে প্রকাশ্যে এল সেই ভিডিও। করণের কফি শো-তে প্রকাশ করা হলো প্রতীক্ষিত সেই ভিডিওটি।
প্রকাশ হওয়া ভিডিওর শুরুতেই রণবীরকে বলতে শোনা যাচ্ছে, ‘৬ বছর আগে কেউ যদি আমাকে বলতো তুমি দীপিকাকে বিয়ে করবে, আমি বলতাম পাগল! কিন্তু এখন সেটাই হতে চলেছে। কিছু তো ভালো করেছে তোমাদের ছেলে জীবনে!’ পাশে বসে লজ্জা পেতে দেখা গেল দীপিকাকে।
অন্যদিকে দীপিকা পাড়ুকোনকে বলতে শোনা গেছে, ‘ও দীপিকাকে খুব ভালোবাসে। আমাদের পরিবারের থেকে একদম আলাদা। আমরা চুপচাপ ও ছটফটে। ভালোই হয়েছে, আমাদের ৪ জনের পরিবার খুব বোরিং, সেখানে রণবীর উত্তেজনা এনেছে।’
বিয়েতে রণবীরের বাবা জগজিৎ সিং ভাবনানি বলেন, ‘এটা পুরোটাই নিয়তি। কেউ একজন উপরে বসে লিখেছিল এই চিত্রনাট্য। সবচেয়ে সুন্দর একটি চিত্রনাট্য।’
রণবীর সম্পর্কে দীপিকাকে বলতে শোনা যায়, ‘আমি সেই ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়েছিলাম যা বেশিরভাগ মানুষ দেখেনি। রণবীরের একটি শান্ত দিক রয়েছে এবং ও খুব বুদ্ধিমান এবং সংবেদনশীল। আমি এই কারণে ভালোবাসি, যে ও নির্দিধায় কাঁদতে পারে। ও সমস্ত হৃদয় উজার করে দেয়।’
ভারতীয় ‘রামলীলা’ সিনেমা সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। বিয়ের পর ‘এইটিথ্রি’-তে একসঙ্গে অভিনয় করেছেন রণবীর-দীপিকা। সেখানে কপিল দেবের ভূমিকায় রণবীর, আর তার স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকাকে। আগামী বছর রোহিতের ‘সিংহাম এগেইন’-এ দুজনকে আবার একসঙ্গে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।