• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ধর্ষণের দায়ে ড্যানি মাস্টারসনের যাবজ্জীবন কারাদণ্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৩:০১ পিএম
ধর্ষণের দায়ে ড্যানি মাস্টারসনের যাবজ্জীবন কারাদণ্ড
স্ত্রী বিজু ফিলিপসের সঙ্গে ড্যানি মাস্টারসন। ছবি: সংগৃহীত

ধর্ষণের মামলায় হলিউড অভিনেতা ড্যানি মাস্টারসনকে যাবজ্জীবন (৩০ বছর) কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মাস্টারসনকে এই সাজা দেওয়া হয়।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মাস্টারসন ২০০১ থেকে ২০০৩ সালের মধ্যে দুই নারীকে ধর্ষণ করেন। ধর্ষণেরে আগে হলিউড হিলস এলাকায় নিজ বাড়িতে প্রথমে মাদক গ্রহণ করে এই অভিনেতা। এরপরই দুই নারীকে ধর্ষণ করে। ধর্ষণের স্বীকার দুইজন নারী চার্চ অব সায়েন্টোলজির সদস্য। দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই কারাগারে রয়েছেন মাস্টারসন। এছাড়াও ২০০১ সালে ২৩ বছর বয়সী আরেক নারীকে ধর্ষণ করেন ড্যানি। এই নারী ড্যানির সাবেক প্রেমিকা।

এর আগের গত মে মাসের শুনানিতে ভুক্তভোগী দুই নারীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়। কিন্তু ড্যানির প্রাক্তন প্রেমিকার অভিযোগ প্রমাণিত হয়নি। দুই নারীর অভিযোগ প্রমাণিত হওয়ায় ড্যানিকে দোষী সাব্যস্ত করা হয়। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এ মামলার রায় দেন বিচারক শার্লাইন ওমেডো।

বিবিসির প্রতিবেদনে আরও জানানো হয়, শুনানির পুরো সময়টা নীরব ছিলেন অভিনেতা মাস্টারসন। তবে তার স্ত্রী বিজু ফিলিপসকে আদালতে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।

Link copied!