• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশের সমর্থনে হাতিরঝিলে কনসার্ট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৩, ০১:১৩ পিএম
বাংলাদেশের সমর্থনে হাতিরঝিলে কনসার্ট
বাংলাদেশের জয়গান গাইতে হাতিরঝিলে কনসার্ট। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সকল সাফল্যকে সমর্থন জানিয়ে একটি কনসার্টের আয়োজন করছে লার্কসাম ইভেন্টস। ‘সমর্থন বাংলাদেশ কনসার্ট ২০২৩’ শিরোনামের কনসার্টটির পরিবেশনায় রয়েছে দেশীয় স্টার্টআপ কোম্পানি ‘গো যায়ান’।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর ৩টায় হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে কনসার্টটি। দিনটি জমকালো আয়োজনে ঢাকা মাতাবে ব্যান্ড আর্টসেল, ব্ল্যাক, সোনার বাংলা সার্কাস, বে অফ বেঙ্গল, আঁধখানা চাঁদ, স্টুডিও মায়েস্ট্রোস, ফিচারিং আর্টিস্ট এবং মিলন।

দেশসেরা সব সব আর্টিস্টদের সাথে গলা মিলিয়ে বাংলাদেশের জয়গান গাইতে কনসার্টটি শুরু হবে বলে আয়োজক সূত্র জানায় জানা গেছে।

কনসার্ট প্রসঙ্গে আয়োজন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মডেল সারবিনা জামান রিবা বলেন, ‘‘বিশ্বকাপের উন্মাদনা এখন চারদিকে। বাংলাদশে ক্রিকেট দল বিশ্বকাপে খেলছে। তাই বাংলাদেশকে সমর্থন ও উৎসাহ দেওয়ার জন্যই এই কনসার্টের আয়োজন করা হয়েছে।’’

কনসার্টের টিকিটের জন্য ভিসিট করুন এই লিংকে

Link copied!