• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

মাহির নির্বাচনী ক্যাম্পে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৩, ০৩:৩০ পিএম
মাহির নির্বাচনী ক্যাম্পে আগুন
চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহির নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে এই কথা মাহি নিজেই জানিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন এর ভাগাইল এর অফিসে গতকাল রাত ২ টায় আগুন দিয়েছে।

মাহির পোস্টের মন্তব্যের ঘরে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, যারা এই কাজ করেছে তাদের আইনের আওতায় আনা উচিত। অনেকেই জানিয়েছেন নিন্দা। দুঃখও প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে মাহি বলেন, “শনিবার রাত আনুমানিক ২টার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামে আমার ওই নির্বাচনি অফিসে আগুন দেয়া হয়েছে। সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।”

এর আগে, শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে এই আসনের নৌকার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরীর লোকজন বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মাহিয়া মাহি।

সেই সময় ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা জানান, পরিকল্পিতভাবে তাকে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে। চৌধুরীর লোকজন তাকে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন।

তাই নির্বাচনী মাঠে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেছিলেন মাহিয়া মাহি। বলেছিলেন, ‘আমি রিস্কে আছি। ’

Link copied!