• ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

‘জোছনা রাতে’ ভয়ংকর লুকে আহমেদ রুবেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২, ০২:০৩ পিএম
‘জোছনা রাতে’ ভয়ংকর লুকে আহমেদ রুবেল

শোবিজ অঙ্গনের গুণী অভিনেতা আহমেদ রুবেল। অভিনয় দক্ষতা দিয়ে ইতোমধ্যে দর্শক হৃদয়ে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয় জীবনের এ দীর্ঘ সময়ে এ অভিনেতাকে এবার দেখা যাচ্ছে একটি মিউজিক্যাল ফিল্মে। তাও আবার একেবারে ভয়ংকর লুকে!

সম্প্রতি প্রকাশ হলো ‌‘ডেমোক্রেট’ ব্যান্ডের ‘জোছনা রাতে’। আর তাতে মডেল হিসেবে প্রথমবার কাজ করেছেন আহমেদ রুবেল। তার বিপরীতে আছেন তাহিয়া তাসনিম।

গানটির গীতিকার ও সুরকার ফজলে আজিম জুয়েল বলেন, ‘৯০ দশকের ব্যালার্ড রক মিউজিকের ফিল পাবেন শ্রোতারা, সঙ্গে সারপ্রাইজিং মিউজিক ভিডিও তো  আছেই।’

মিউজিক্যাল ফিকশনটি নির্মাণ করেছেন ফাহিন আরেফিন ইভান।

‘ডেমোক্রেট’ লাইন আপ: ফজলে আজিম জুয়েল (লিড ভোকাল),  মন্জুরুল ইসলাম সুমন (গিটার), শামস্ ইমন (গিটার), জিয়া (বেজ গিটার) ও মুরাদ (ড্রামস)।

Link copied!