• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ভাঙা হচ্ছে আমির খানের বাসভবন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ০৯:৪২ পিএম
ভাঙা হচ্ছে আমির খানের বাসভবন
আমির খান। ছবি: সংগৃহীত

এবার ভাঙা পড়তে চলেছে বলিউড অভিনেতা আমির খানের মুম্বাইয়ের বাসভবন। আমির মুম্বাইয়ের অভিজাত এলাকা পালি হিলের বাসিন্দা। অভিজাত এলাকায় পালি হিলে বেলা ভিস্তা ও মারিনা নামের দুটি আবাসনে তার ফ্ল্যাট রয়েছে। কিন্ত হঠাৎ করেই ভাঙা হচ্ছে তার বিলাসবহুল ফ্ল্যাট।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, পুরনো ফ্ল্যাট ভেঙে নতুন করে তৈরি হচ্ছে অভিনেতার আবাসন। ২০১৯ সাল থেকে মারিনা আবাসনের বাসিন্দা আমির।  আবাসনটি ভেঙে বাংলো করতে চান অভিনেতা।  যদিও অন্য আবাসিকরা প্রথমে এতে রাজি ছিলেন না।

এদিকে মা জিনাত হুসেইনের চিকিৎসার জন্য আগামী দু’মাস চেন্নাইতে থাকবেন আমির খান।  তবে অভিনেতার পক্ষে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Link copied!