কোটা সংস্কার আন্দোলনে দেশে ঘটে যাওয়া ছাত্র-জনতার আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। শত শত জীবনের বিনিময়ে সরকারের পতন হলেও আহত হয়েছে হাজার হাজার ছাত্র-জনতা। দেশের বিভিন্ন হাসপাতালে এসব আহতদের চিকিৎসা চলছে। ছাত্র জনতার আন্দোলনে চিকিৎসাধীন এমন সব আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সদস্যরা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিল্পী সমিতির সাত সদস্যের একটি টিম আহত ছাত্র-জনতাদের দেখতে যান। ঘুরে ঘুরে দেখে তাদের সান্ত্বনা দেন।
ঢামেকে যাওয়া শিল্পী সমিতির সদস্যদের মধ্যে ছিলেন ডি, এ তায়েব, আরমান, জয় চৌধুরী, জ্যাকি আলমগীর, সুচরিতা, শুব্রত, চুন্নু ও সনি রহমান।
তারা জানান, গুলির ছররায় অনেকের শরীরে ভয়াবহ ক্ষত হয়েছে, কারো বা পেটে পিঠে গুলি, কারো হাত বা পা কাটা। হাসপাতালের বেডে শুয়ে চিকিৎসা নেওয়া এসব আহতের আহাজারি দেখে তাদের প্রত্যেকের হৃদয় নাড়া দিয়েছে।
সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বলেন, ‘আহতদের দেখে ফেরার পথে টিএসসি-তে আন্দোলনে আহদের চিকিৎসায় বুথ রয়েছে। আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে আহদের চিকিৎসায় সেই ফাণ্ডে অর্থ সহায়তা দিয়েছি।’
শুধু ছাত্ররা নয়, আন্দোলন চলাকালীন সাধারণ জনতাসহ আহতদের সঠিক চিকিৎসা যাতে হয়, তাতে আমরা পাশে আছি।
দেশের দুর্যোগময় পরিস্থিতিতে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। করোনা মহামারিতেও সংগঠনটির ভূমিকা ছিল প্রশংসনীয়। এবার বন্যার্তদের পাশেও ছিলেন শিল্পী সমিতি। ত্রাণ নিয়ে বন্যাকবলিত মানুষদের কাছে গিয়েছেন। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশা দাড়ালেন শিল্পী সমিতি।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
































