অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে সংগীত ভিডিওতেও কাজ করছেন অভিনেত্রী ও মডেল নাজনীন নীহা। সম্প্রতি তিনি নিজের কর্মজীবনের ধারা ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।
নাজনীন বলেন, “এই সময়ে আমি একটু কম কাজ করছি। লেখাপড়ায় সময় দিচ্ছি, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। শুরু থেকেই আমি বেশি কাজ করতে চাইনি। অভিনয়ে ভালোভাবে প্রস্তুত হওয়ার জন্য সময় নেওয়া প্রয়োজন—কস্টিউম, চরিত্রে ঢোকা এবং গল্প নিজের মধ্যে ধারণ করা এসব সময় লাগে। আমি মনে করি, যত কম কাজ করব, অডিয়েন্সের আকর্ষণ তত বেশি থাকবে।”
তিনি আরও জানান, “আমি এখনও অভিনয়ে পরিপক্ব হয়ে উঠিনি, তাই বেশি কাজ করা জরুরি নয়। যে কাজ করব, সেটি সময় নিয়ে করব। এতে শিখতে পারব। নিজের ওপর চাপ দিয়ে টানা কাজ করলে ক্লান্তি স্ক্রিনেও দেখা যায়।”
নাজনীন নীহা এই মাসে বিশ্রাম নিচ্ছেন, তবে আগামী মাসে শুটিংয়ে ব্যস্ততা বাড়বে। তিনি আরও যোগ করেন, “কম কাজ করলেও দর্শকের প্রত্যাশা বেড়ে যায়, যা আমার জন্য ইতিবাচক। এটা আমাকে আরও দক্ষ হতে সাহায্য করে।”
এবার নাজনীন ইমরান মাহমুদুলের নতুন গানের ভিডিও ‘শুধু তোমাকে ছাড়া’-এর মডেল হিসেবে উপস্থিত থাকবেন।


































