রাভিনা ট্যান্ডন ও অক্ষয় কুমারের প্রেমের সম্পর্ক বলিউডে ছিল বেশ আলোচিত। নব্বই দশকের মাঝামাঝি সময়ে পরিবারের মত নিয়ে তারা বাগদানও সেরেছিলেন। কিন্তু পরে সেটা ভেঙে যায়। সম্প্রতি এই দুই তারকার বাগদান প্রসঙ্গে পুরোনো একটি ভিডিও হঠাৎ ভাইরাল হওয়ায় বিষয়টি নতুন করে চর্চায় এসেছে।
সম্প্রতি এএনআই পডকাস্টে হাজির হয়েছিলেন রাভিনা। সেখানে তাকে জানানো হয়- ইন্টারনেটে এখনো অনেকে খোঁজেন, ‘রাভিনা–অক্ষয়ের বাগদান’ বা ‘কোন বছরে রাভিনা–অক্ষয়ের বাগদান হয়েছিল’? সঞ্চালকের কথা শুনেই রাভিনা হেসে বলেন, ‘এগুলো তো ভুলেই গেছি।’
তিনি আরও বলেন, “মোহরা’র সময় আমরা খুব জনপ্রিয় জুটি ছিলাম। এখনো কোথাও দেখা হলে গল্প হয়। সবাই জীবন নিয়ে এগিয়ে যায়। কলেজের মেয়েরা প্রতি সপ্তাহে প্রেমিক বদলায়, আর আমার একটা ভাঙা বাগদান নিয়ে এত বছর পরও এত আলোচনা! কেন, বুঝি না। বিচ্ছেদ, তালাক-এসব তো জীবনেরই অংশ।”
অক্ষয় ও রাভিনাকে নিয়ে চটকদার খবর প্রায়ই দেখা যায় ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে। এগুলো চোখে পড়লেও এড়িয়ে যান রাভিনা। অভিনেত্রীর ভাষায়, “আজকাল যা লেখা হয় বা কনটেন্ট বানানো হয় সব পড়লে তো নিজের রক্তচাপ বেড়ে যাবে। তাই পড়িই না, দেখিও না। এটাই আমার কাছে ভালো মনে হয়।”
১৯৯৪ সালে মোহরা সিনেমার শুটিংয়ে রাভিনা ও অক্ষয়ের প্রেমের শুরু। কিছুদিনের মধ্যেই গোপনে বাগদানও সেরে ফেলেন। পরে দু’জনই এই বাগদানের কথা স্বীকার করেন। রাভিনা আগেও জানিয়েছেন- জনপ্রিয়তা ভাটা পড়ার আশঙ্কায় অক্ষয় সেই সময়ে বাগদান প্রকাশ্যে আনতে চাইতেন না। কিন্তু পরে সম্পর্কে ফাটল ধরে। সহ-অভিনেত্রী শিল্পা শেঠির সঙ্গে অক্ষয়ের ঘনিষ্ঠতার গুঞ্জনও তাঁদের সম্পর্ক ভাঙার অন্যতম কারণ হিসেবে শোনা যায়। কয়েক দফা মিল–মিশের চেষ্টা হলেও ১৯৯৮ সালে বাগদান ভেঙে যায়।
এরপর ২০০১ সালে টুইঙ্কল খান্নাকে বিয়ে করেন অক্ষয়। রাভিনা বিয়ে করেন চলচ্চিত্র পরিবেশক অনিল ঠাডানিকে। অক্ষয় দুই সন্তানের জনক; রাভিনার দুই সন্তান ছাড়াও দুই মেয়েকে দত্তক নিয়ে বড় করছেন। সূত্র: এনডিটিভি


































