নারীশক্তির অগ্রযাত্রায় পৃথিবী যখন প্রতিদিন নতুন অধ্যায় লিখছে, তখন কন্যাসন্তানকে ঘিরে তারকা সাংসদ কঙ্গনা রানাউতের সাম্প্রতিক মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। খেলার মাঠ থেকে আন্তর্জাতিক মঞ্চ—নারীরা আজ সব ক্ষেত্রেই নিজেদের সক্ষমতার প্রমাণ রাখছেন। তবুও কঙ্গনার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের সঞ্চার করেছে।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেন, এশিয়ার প্রায় সব পরিবারের অবস্থাই এক রকম। বিশেষ করে যখন দ্বিতীয়বার কন্যাসন্তান হয়, তখন পরিবারগুলো অস্বস্তি অনুভব করে। পরিবার যতই শিক্ষিত হোক না কেন, ছেলে-মেয়েকে সমান দেখানোর চেষ্টা করলেও মনে মনে সবাই চিন্তা করে। অভিনেতা-অভিনেত্রীদের পরিবারও এর বাইরে নয়।
সমাজে কন্যাসন্তানকে ঘিরে বিদ্যমান মানসিকতা তুলে ধরতে গিয়ে তার এই মন্তব্য অনেকের কাছেই ‘অসচেতন’ ও ‘বেফাঁস’ হিসেবে বিবেচিত হয়েছে। সাক্ষাৎকার প্রকাশের পর মুহূর্তেই তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের সমালোচনায় মুখর হয়ে ওঠে বিভিন্ন প্ল্যাটফর্ম।
যেখানে কঙ্গনার মতো জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদের কাছ থেকে প্রগতিশীল বক্তব্যের প্রত্যাশা ছিল, সেখানে কন্যাসন্তান জন্ম নিয়ে এমন মন্তব্যে হতবাক হয়েছেন বহু মানুষ। অনেকে প্রশ্ন তুলেছেন—তিনি কি সত্যিই আধুনিক ও অগ্রসর সমাজের প্রতিনিধি হতে পারেন? কেউ কেউ আবার মন্তব্য করেছেন, কঙ্গনার বক্তব্যই প্রমাণ করে যে প্রগতিশীলতার দাবি তার কেবল কথায় সীমাবদ্ধ, মননে নয়।
































