টলিউডের আলোচিত দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমের কেন্দ্রবিন্দুতে। ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই দম্পতিকে নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা–সমালোচনা।
গত শনিবার প্রকাশিত ওই ছবিগুলোতে দেখা যায়—একটি বিলাসবহুল হোটেলের কক্ষে সাদা রোব পরে পাশাপাশি বিশ্রাম নিচ্ছেন দুজন। আরেকটি ফ্রেমে কাচের জানালায় প্রতিফলিত হয়েছে তাদের ঘনিষ্ঠতার মুহূর্ত, যেখানে যুগলকে আলিঙ্গনে আবদ্ধ অবস্থায় দেখা যায়। পোস্টের ক্যাপশনেও ছিল রোমান্টিক বাক্য: “ভালোবাসা কোনো সীমানায় আটকে থাকে না।”
ছবি প্রকাশের পরপরই নেটিজেনদের প্রতিক্রিয়া দুই মেরুতে ভাগ হয়ে যায়। কেউ এটি ‘দ্বিতীয় হানিমুন’ বলে মজা করলেও অনেকে প্রশ্ন তুলেছেন—এ ধরনের ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ করা কতটা প্রয়োজনীয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৬ মার্চ তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা কাঞ্চন মল্লিক। তখন তার বয়স ছিল ৫৩, আর শ্রীময়ীর ২৭। বয়সের পার্থক্য ও তাদের পূর্ববর্তী ব্যক্তিগত সম্পর্ক নিয়েও অতীতে বিতর্ক হয়েছে।
তবে ঘনিষ্ঠ সূত্র জানায়, আলোচনাকে গুরুত্ব না দিয়ে দম্পতি বর্তমানে নিজেদের পারিবারিক জীবন ও সন্তানকে ঘিরেই সময় কাটাতে বেশি আগ্রহী।
































