• ঢাকা
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

সবসময় এমন এনার্জি নেই যে ২-৩ দিন ঘুম আসে না: নুসরাত ফারিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৩:৫২ পিএম
সবসময় এমন এনার্জি নেই যে ২-৩ দিন ঘুম আসে না: নুসরাত ফারিয়া

দীর্ঘ বিদেশ সফর শেষে আবারও ঢাকায় ফিরেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। দেশে ফিরেই তিনি যোগ দিয়েছেন বিভিন্ন কাজে, অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন নিয়মিত। সম্প্রতি রাজধানীতে এক ইভেন্টে রয়্যাল ব্লু শাড়িতে হাজির হয়ে নজর কাড়েন তিনি। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ভ্রমণ, কাজের পরিকল্পনা ও শারীরিক প্রস্তুতি নিয়ে খোলামেলা কথা বলেন এই তারকা।

ইভেন্টের কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে দেখা যায়, ভ্রমণ নিয়ে বেশ উৎসাহী ফারিয়া জানান—এখনও অনেক জায়গাই তার ঘোরা হয়নি। তিনি বলেন, “অনেক দেশই এখনো দেখা হয়নি। সাউথ কোরিয়া যাইনি, আমেরিকাও দেখা হয়নি। আশা করছি এবার সুযোগ হবে।”

ফিরে এসেই ব্যস্ততার মধ্যে ঢুকে পড়া নিয়ে প্রশ্ন করলে তিনি ক্যান্ডিড ভঙ্গিতে বলেন, “সবসময় এমন এনার্জি থাকে না যে ২–৩ দিন ঘুম ছাড়াই কাজ করে যাওয়া যায়।”

তার মতে, দীর্ঘ সফরের পর কাজের গতি ফিরে পেতে সময় লাগে, কিন্তু নতুন কাজের প্রতি আগ্রহ সবসময়ই তাকে অনুপ্রাণিত করে।

ইভেন্টের পাশাপাশি ফারিয়া অংশ নেন একটি স্ট্যান্ডঅ্যালোন ফটোসেশনেও। নীল শাড়িতে তার ভিন্ন লুক প্রকাশের পর নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ে মুগ্ধতা; মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় লাইক, কমেন্টে ভরে যায় পোস্টটি। অনেকেই তার ফিটনেস, স্টাইল ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!