জীবনের ইতি কখন, কোথায় ঘটে যাবে কেউ জানে না: সাদিয়া আয়মান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০২:৪৯ পিএম
জীবনের ইতি কখন, কোথায় ঘটে যাবে কেউ জানে না: সাদিয়া আয়মান

রাজধানী ঢাকায় ঘটল এক হৃদয়বিদারক অপমৃত্যু। ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড ছুটে পড়ল এক পথচারীর মাথায়—ঘটনাস্থলেই মৃত্যু হয় আবুল কালাম নামে এক যুবকের। রোববার দুপুরের এই দুর্ঘটনা মুহূর্তেই স্তব্ধ করে দেয় শহরজীবনকে, আর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে গভীর শোক ও ক্ষোভের স্রোত।

ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের সঙ্গে সঙ্গে শোবিজ অঙ্গনের তারকারাও মর্মাহত প্রতিক্রিয়া জানান। জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে লিখেছেন,
“ফেসবুকে ঢুকেই এমন একটা নিউজ দেখে মনটা খারাপ হয়ে গেলো। সত্যিই, জীবনের ইতি কখন, কোথায় ঘটে যাবে কেউ জানে না। তবে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারো জন্যই কাম্য নয়। আল্লাহ আমাদের সবাইকে তাঁর হেফাজতে রাখুন। আমিন।”

অভিনেত্রীর এই কথাগুলো যেন অনিচ্ছাকৃত মৃত্যুর কঠিন বাস্তবতাকেই আবার মনে করিয়ে দিলো। মন্তব্যঘরে অনেকে একমত হয়েছেন—এই শহরে এখন নিরাপদে হাঁটা পর্যন্ত যেন ভাগ্যের ওপর নির্ভর করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে হাঁটছিলেন আবুল কালাম। ঠিক সেই সময় মেট্রোরেল লাইন থেকে ভারী বিয়ারিং প্যাড ছিটকে তার মাথায় পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুর জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

এই ঘটনার পর নাগরিক নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। যে শহরে মাথার ওপর থেকে মৃত্যুঝুঁকি নেমে আসতে পারে যে কোনো সময়, সেই শহরে নিরাপত্তার দায় নেবে কে—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ঢাকাবাসীর মনে।

Link copied!