জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার নিজের ফেসবুকে প্রকাশ করেছেন দীর্ঘদিনের জমে থাকা অভিমান। জানিয়েছেন, একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করতে করতে তিনি হতাশ হয়ে পড়েছেন।
শামীম স্পষ্টভাবে লিখেছেন— “দিন শেষে আমাকে বলে দেওয়া হয় আমি একই রকম অভিনয় করি বা ‘হাউ কাউ’ করি। এই কথাগুলো শুনতে শুনতে বছরের পর বছর কাজ করে যাচ্ছি। এই রুচি আমার না, বরং এর পেছনে অন্যদের অবদানই বেশি।”
তিনি সতর্ক করে জানিয়েছেন, আগামী মাস থেকে নাটকের গল্পে পরিবর্তন না এলে তিনি অভিনয় থেকে সরে দাঁড়াবেন।
“অভিনয়ের ক্ষুধা টাকা দিয়ে পূরণ করা যায় না। অন্য কোনো দায়িত্ব দিলে করতে রাজি আছি, কিন্তু একই ধরনের চরিত্র থেকে আমাকে মুক্তি দিন। আমি বোরড! ছুটি নেবো, ঘুরতে যাবো। এতদিনের কাজগুলোও রিলিজ করুন।”
শামীম আরও লিখেছেন, তার স্বপ্ন ছিল মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করা।
“যারা টাকা দিয়ে আমাকে ‘হাউ কাউ’ করায়, তারা বলছে অন্য কেউ করলে সেটা সম্ভব নয়। কিন্তু এই ‘হাউ কাউ’ তাদের রুচি, আমার নয়। আমাকে আমার অভিনয় দেখানোর সুযোগ দিন। বয়সে বড় হয়েছি, অনেক বদলে গেছি। এরপর বিচার করবেন।”
পোস্টের শেষদিকে শামীম লিখেছেন— “শেষ কথা, আমার আবারও বিরতি প্রয়োজন।”
শামীমের এই খোলামেলা বক্তব্যে শোবিজ অঙ্গনের অনেকেই সহমত জানিয়েছেন। অভিনেত্রী মনিরা আক্তার মিঠু লিখেছেন, “তোমার বক্তব্য সাহসী ও স্পষ্ট। অনেক ভালো লাগল, ভালোবাসা রইল।”
অন্যদিকে অভিনেতা ইরফান সাজ্জাদ মন্তব্য করেছেন,
“ঠিক আছে, তাহলে কাজ হারানোর জন্য প্রস্তুত হও। যারা আশেপাশে ঘোরাঘুরি করত তারা আর ঘুরবে না। তারা অন্য বিকল্প খুঁজবে। কিন্তু গল্প আর চরিত্র বদলাবে না। একবার তারা বিকল্প খুঁজে পেলে বাজারে বলবে ‘শামীমের দিন শেষ’। তুমি যদি এই সিদ্ধান্ত নাও তবে তার জন্যও প্রস্তুত থাকতে হবে।”