• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২, ২৪ সফর ১৪৪৬

‘আই লাভ ইউ’ ওটা ভালো লাগে না, আমি বিয়ে করব: সাদিয়া আয়মান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৮:৫১ পিএম
‘আই লাভ ইউ’ ওটা ভালো লাগে না, আমি বিয়ে করব: সাদিয়া আয়মান
সাদিয়া আয়মান

নিজের ব্যক্তিগত জীবন এবং অভিনয় ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সেখানে উঠে আসে প্রেম, ভালোবাসা এবং সম্পর্কের মতো বিষয়। 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাদিয়া জানান, পছন্দের ব্যাপারটা সুন্দর করে বলাটা জরুরি। যদি কেউ সরাসরি প্রপোজ করে বলে ‘আই লাভ ইউ’ আমার ওটা ভালো লাগে না।’

তার কথায়, ‘কেউ ভবিষ্যত পরিকল্পনা করে যদি এমন হয় যে আমি পছন্দ করি আমার একটা ভবিষ্যত পরিকল্পনা আছে যেমন বিয়ে করব। ওরকম হলে ঠিকঠাক আছে। কিন্তু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্যাপারটাই ভালো লাগে না।’

অভিনয় প্রসঙ্গে সাদিয়ার ভাষ্য, ‘একজন অভিনেত্রীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টিকে থেকে ভালো কাজ করে যাওয়া। কারণ, ভালো কাজ ছাড়া কখনোই টিকে থাকা যায় না।’

তিনি আরও বলেন, ‘সচেতনভাবে গল্প নির্বাচন করা এবং কাজের প্রতি শতভাগ ডেডিকেশন দেওয়াটা খুবই জরুরি। তা না হলে হারিয়ে যেতে হবে। অভিনয় দিয়ে টিকে থাকাটাই একজন অভিনেত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

Link copied!