সকাল থেকে ঢাকার বিভিন্ন জায়গায় অবরোধ করেছে ব্যাটারিচালিত রিকশাচালকরা। আবার সকাল থেকেই সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) অভিমুখে লাঠি হাতে লংমার্চ করে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে এবং নিহতের খবর পাওয়া যায়। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।
সোমবার নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে শাওন লিখেছেন, ‘ছাত্রনং অধ্যয়নং তপঃ, সংস্কৃত এই শ্লোকটি সংস্কার করে ছাত্রনং আন্দোলনং তপঃ করা এখন সময়ের দাবী।

দেখা যায়, এই স্ট্যাটাসের সঙ্গে একমত পোষণ করেছেন। একজন মন্তব্যের ঘরে লিখেছেন, এই রাজুতে আয় সবাই!!! অন্য একজন লিখেছেন, ‘এটানং সময়েরনং দাবিনং তপঃ।
এর আগে একই দিনে দুপুরে আরেকটি স্ট্যাটাস দেন শাওন। সেখানে তিনি বলেন, ‘আজকে কি কোথাও কর্মসূচি, আন্দোলন, বিক্ষোভ নাই? ফেসবুকে কোনো সাড়াশব্দ পাচ্ছি না!’ ট্রাফিক আপডেট ‘ঢাকার চাকা’র মতো আন্দোলন আপডেটের একটা অ্যাপ তৈরি করার দাবি জানাচ্ছি।’’


































