• ঢাকা
  • সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০, ১৩ রজব ১৪৪৬

ভয়ে আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভাঙছেন আরশি খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ১২:৩৫ পিএম
ভয়ে আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভাঙছেন আরশি খান

ভারতের তুমুল জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো বিগ বসের মাধ্যমে স্পটলাইটে আসেন আরশি খান। এরপর থেকে পেজি থ্রিতে নিয়মিত দেখা যায় তার খবর। এবার আবারও তিনি খবরে এলেন।

আফগান ক্রিকেটারের সঙ্গে ভাঙার খবর দিয়ে আলোচনায় তিনি। ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, আফগানিস্তানের এক ক্রিকেটারের সঙ্গে তার বাগদান হয়েছে গত অক্টোবরে। বাড়ি থেকেই বিয়ের ঠিক করা হয়েছিল৷ আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়েতে রাজি হয়ে যান আরশি। কিন্তু আফগানিস্তানে তালেবানের প্রত্যাবর্তনে সেই সম্পর্ক ভেঙে যেতে পারে বলে মনে করছেন আরশি।

এক সাক্ষাৎকারে আরশি বলেন, “গত অক্টোবরে এক আফগান ক্রিকেটারের সঙ্গে আমার বাগদান সম্পন্ন হয়। তিনি ছিলেন আমার বাবার পছন্দের। কিন্তু তালেবানরা আফগানিস্তান দখল করায় মনে হয় সম্পর্কটা আমরা ভাঙতে যাচ্ছি।”

তিনি আরও জানান, জন্মসূত্রে তিনি আফগানি পাঠান। পাত্র তার বাবার বন্ধুর ছেলে। তাই ছোটবেলা থেকেই তারা একে অপরকে চিনতেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল। কিন্তু বর্তমানে তালেবানরা আফগানিস্তান দখল করায় পরিস্থিতি পাল্টে গেছে। তাই আরশির ধারণা, তার বাবা নিশ্চিত এখন ভারতীয় পাত্র খুঁজবেন।

জন্মসূত্রে আফগানি হলেও আরশি বর্তমানে পরিবার নিয়ে ভারতে থাকেন। তার আয়ের উৎসও সেখানে। তাই তিনি নিজেকে মনেপ্রাণে একজন ভারতীয় নাগরিক মনে করেন বলেও জানান। 

Link copied!