শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সংগঠন জিইই সোসাইটির উদ্যোগে ‘আর্ক জিআইএস প্রো’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-এ এর ৪০২নং কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “আমি খুবই ইতিবাচক মানুষ, সময়ের কাজ সময়মতো করতে পছন্দ করি। আমাদের মূল লক্ষ্য শিক্ষা ও গবেষণায় গুরুত্ব দেওয়া। যেন বিশ্ববিদ্যালয়কে অনন্য মাত্রায় নিয়ে যেতে পারি। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অনেকগুলো প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সিলেট সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপউপাচার্য অধ্যাপক ড.কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, রিসার্স সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম ও সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।
কর্মশালায় জিইই সোসাইটির সাধারণ সম্পাদক আমিন লস্করের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জিইই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
কর্মশালায় রিসোর্সপারসন হিসেবে বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল কবির।