নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত গুচ্ছভুক্ত সকল ইউনিটের ভর্তি পরীক্ষায় ছাত্রলীগের নানামুখী কার্যক্রমে খুশি বিশ্ববিদ্যালয়ে আগত পরীক্ষার্থী ও অভিভাবকরা।
২০ মে ‘বি’ ইউনিটের, ২৭ মে ‘সি’ ইউনিটের ও ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ছাত্রলীগের সহায়তা কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। এছাড়া পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের মাঝে সুপেয় পানি, কলম ও স্বাস্থ্য সচেতনতার জন্য মাস্ক বিতরণ করে নোবিপ্রবি ছাত্রলীগ।
ছাত্রলীগের সহায়তা কার্যক্রমের প্রশংসা করে ভর্তিচ্ছু শিক্ষার্থী সুমাইয়া জাহান সংবাদ প্রকাশকে বলেন, “সোনাপুরের জ্যামে দীর্ঘক্ষণ আটকা পড়ায় পরীক্ষা দিতে আসতে আমার দেরি হয়ে যায়, হলে যেতে পারব কি না শঙ্কায় ছিলাম। পরে ছাত্রলীগের এক ভাইয়া বাইক দিয়ে দ্রুত আমাকে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছে দেন এবং হাতে একটি মিনারেল ওয়াটারের বোতল দেন।”
চট্টগ্রাম থেকে আসা অভিভাবক শাহজাহান হোসেন বলেন, “এখানে ছাত্রলীগের কার্যক্রম প্রশংসনীয়। এই গরমে আমার শরীর কিছুটা খারাপ ছিল। ক্লান্ত শরীরে প্রথমেই আমি ছাত্রলীগের পানির বোতল হাতে পাই। এরপর তারা আমার বিশ্রামের ব্যবস্থা করেন এবং আমার ছেলের ব্যাগসহ যাবতীয় জিনিসপত্র নিজেদের দায়িত্বে রেখে দেন।”
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্রলীগ সহায়তা বুথ স্থাপনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করেন। বুথে সর্বদা সক্রিয় দেখা যায় ছাত্রলীগের স্বেচ্ছাসেবীদের। ছাত্রলীগের সহায়তা বুথগুলোর নেতৃত্ব দেন নাঈম রহমান, মুহাইমেনুল ইসলাম নুহাশ, জাহিদ হাসান শুভ, নজরুল ইসলাম নাঈম ও আক্তারুজ্জামান জিসান।
নোবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, “আমরা নোবিপ্রবি ছাত্রলীগ বরাবরই সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করে যাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় প্রতি বছরের মতো এই বারের ভর্তি পরীক্ষাতেও পরীক্ষার্থীদের বিনামূল্যে কলম, সুপেয় পানি ও মাস্ক বিতরণ করেছি। এ ছাড়া আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের জিনিসপত্র রাখা, রাস্তার জ্যাম নিয়ন্ত্রণ, জয় বাংলা বাইক সেবা, অ্যাম্বুলেন্স সেবা, তথ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, ক্যাম্পাসে অভিভাবকদের বিশ্রাম ও যাতায়াত ব্যবস্থাসহ সকল সহায়তামূলক কাজ করেছে। ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে।”