রাজধানীর পুরান ঢাকার হাজারীবাগ এলাকায় ভাড়া বাসার ছাদ থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর মীর জাওয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্ট্যাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রোববার (৮ আক্টোবর) ১২টার দিকে এ ঘটনা ঘটে। জাওয়াদের মৃত্যুর বিষয়টি তার একাধিক সহপাঠী নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক তার মৃত্যুর কারণ জানা যায়নি।
এদিকে নিহতের বাবা মীর জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, ১০তলা ভবনের ছাদ থেকে পড়ে জাওয়াদ গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।