• ঢাকা
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেড: আহত শিক্ষিকার মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৮:১২ পিএম
শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেড: আহত শিক্ষিকার মৃত্যু

দশম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে চলা আন্দোলনে অংশ নেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার মারা গেছেন। রবিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের অলক হাসপাতালে তার মৃত্যু হয়।

শিক্ষকরা জানান, ফাতেমা আক্তার চাঁদপুরের উত্তর মতলবের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি দুই সন্তানের মা, এবং তার স্বামীর নাম ডিএম সোলায়মান।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, “ফাতেমা সাউন্ড গ্রেনেডের শব্দে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে আইসিইউতে নেওয়ার পর রবিবার সকাল ১০টায় তার মৃত্যু হয়।”

উত্তর মতলবের আমিয়াপুর ডা. মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন, “আমরা একসঙ্গে আন্দোলনে ছিলাম। ৮ নভেম্বর শাহবাগে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণের সময় তিনি আতঙ্কিত হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে এক পর্যায়ে কথা বলাই বন্ধ হয়ে যায়।”

বাংলাদেশ শিক্ষক সমিতির (শাহীন-লিপি) খায়রুন নাহার লিপি বলেন, “মিরপুরে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যু হয়েছে। আমরা শোকাহত।”

ফাতেমা আক্তারের জানাজা রাতেই চাঁদপুর উত্তর মতলব উপজেলার নিজ বাড়িতে সম্পন্ন হবে এবং এরপর দাফন করা হবে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!