• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নিবন্ধন ও একাডেমিক স্বীকৃতি ছাড়া চলবে না বেসরকারি প্রাথমিক বিদ্যালয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ০৩:৫৬ পিএম
নিবন্ধন ও একাডেমিক স্বীকৃতি ছাড়া চলবে না বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
ছবি: সংগৃহীত

নিবন্ধন ও একাডেমিক স্বীকৃতি ছাড়া কোনও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় চলবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে। এখন যেসব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেগুলোকেও নিবন্ধন নিতে হবে। বর্তমানে যে স্কুলগুলো আছে, এর মাত্র ১০ শতাংশ নিবন্ধিত। বাকি ৯০ শতাংশ অনিবন্ধিত। অনিবন্ধিত এসব শিক্ষা প্রতিষ্ঠানকে নিবন্ধন নেওয়ার জন্য তিন মাস সময় দেওয়া হবে।

 

Link copied!