• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

বইমেলায় পুলিশ পরিচয়ে ছাত্রলীগের দুই নেতার চাঁদাবাজি, পরে আটক


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ০৩:১৭ পিএম
বইমেলায় পুলিশ পরিচয়ে ছাত্রলীগের দুই নেতার চাঁদাবাজি,  পরে আটক

পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালীমন্দির এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সহসভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি রাজিব হোসাইন রবিন।

পুলিশ জানায়, আটকরা মেলায় আসা চার ব্যক্তিকে পুলিশ পরিচয়ে তল্লাশি করে। এরপর কিছু না পেয়ে চাঁদা দাবি করে জোরপূর্বক মানি ব্যাগ থেকে ৯০০ টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বিষয়টি পুলিশের নজরে এলে তাদের আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন জানান, পুলিশকে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, “তাদের হাতেনাতে আটক করা হয়েছে। আমরা তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করেছি। তাদের বিরুদ্ধে যথাযথ ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!