প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
বুধবার (৪ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত ‘দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন, বাংলাদেশের অগ্রযাত্রা ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে সকাল ১১টার দিকে ক্যাম্পাসের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইবি বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
মাহবুবউল আলম হানিফ আরও বলেন, “শেখ হাসিনা বাংলাদেশকে একটি আন্তর্জাতিক মর্যাদায় নিয়ে এসেছে, যেখানে অনেক বড় রাষ্ট্রও আমাদের কাছে যেতে পারেনি। কারণ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তাই আমরা দেশে আলোর নতুন মুখ দেখেছি। তিনি দেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এটা একটা বড় সাফল্য যে দেশের জন্য ভালো কাজ করলে মানুষ শত বছর মনে রাখবে।”
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপ-উপাচার্য ও কেন্দ্রীয় বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবি কামরুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন ইবি বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদের সভাপতি, বিশ্ববিদ্যালয় শাপলা ফোরামের সভাপতি ও ইসলামিক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইআইইআর) পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোকলোর স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. শাহদৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন ও শাপলা ফোরামের সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান।