বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে অ্যাকাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ।
বেরোবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “উচ্চশিক্ষা ক্ষেত্রে পাঠদানের জন্য আউটকাম বেসড এডুকেশন কারিকুলামের বিকল্প নেই। বর্তমান সময়ের সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষার্থীদের জন্য ওবিই কারিকুলামের আলোকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ঢেলে সাজাতে হবে।”
কর্মশালায় রিসোর্সপারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রফেসর ড. সুকুমার সাহা।
এছাড়াও বেরোবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. শরিফুল ইসলাম ও ড. মো. আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।