• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
পানিতে ডুবে ২ ছাত্রীর মৃত্যু

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের ৭ দফা দাবি


বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২৩, ০৮:৩৩ পিএম
বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের ৭ দফা দাবি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) লেকের পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২ আগস্ট) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপাচার্য দপ্তরের প্রধান ফটকের সামনে এই আন্দোলন করেন তারা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বর্তমান মেডিকেল অফিসের সকল চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের বহিস্কারসহ ৭ দফা দাবিতে দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের প্রস্তাবিত দাবিগুলো হলো

১. মেডিকেল অফিসের সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের বৃহস্পতিবারের (৩ আগস্ট) মধ্যে বহিষ্কার করতে হবে।
২. নতুন অভিজ্ঞ চিকিৎসক ও নার্স নিয়োগ এবং তাদের ২৪ ঘণ্টার মধ্যে সেবা প্রদানের ব্যবস্থা করতে হবে।
৩. আগামী ১৫ দিনের মধ্যে সিসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে।
৪. এক্সপার্ট ড্রাইভারসহ অ্যাম্বুলেন্স ও একক ফোন নম্বর থাকতে হবে।
৫. ওষুধ, মেডিকেল সামগ্রী এবং মেডিকেল সেন্টার ১০ শয্যায় উন্নিতকরণ করতে হবে।
৬. রিতু ও হিয়ার স্মৃতিস্তদ্ধ তৈরি করতে হবে।
৭. পা লেপাড় সংস্করণ (রেলিং, তলদেশ ভরাট, সিঁড়ি, সাইনবোর্ড) নিশ্চিত করতে হবে।

এর আগে মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই শিক্ষার্থী বৃষ্টির সময় লেকে নেমে পানিতে ডুবে মারা যান।

Link copied!